ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাবনার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাবনা (ডুসাপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ রমজান) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ অনুষ্ঠানে পাবনার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়া, অনুষ্ঠানে ডুসাপের সাবেক সদস্য ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইয়েদ কুতুব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ ইলিয়াস উদ্দীন, বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার মোঃ আসলাম উদ্দীন, পুষ্প হোমস লিমিটেডের পরিচালক মোঃ আব্দুস সাত্তার, জনতা ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মনসুর রহমান প্রমুখ। এছাড়াও, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ডুসাপের প্রাক্তন সদস্যরা অংশ নেন।
ডুসাপের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে এবং নাঈমুর রহমান দুর্জয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা পাবনার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, শিক্ষা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পাবনার শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
আলোচনা শেষে দেশ, জাতি ও পাবনার উন্নয়ন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা একত্রে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
Leave a Reply