অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ চিরবিদায় নিয়েছেন। তার প্রথম জানাজা আজ (শুক্রবার) রাতে অনুষ্ঠিত হবে।
শুক্রবার এশার নামাজের পর রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে দ্বিতীয় জানাজা আয়োজন করা হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দাফনের বিষয়ে জানানো হয়েছে যে, বর্তমানে বিদেশে অবস্থানরত তার মেয়ে দেশে ফিরে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave a Reply