গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বঞ্চিত শিক্ষার্থীদের ওপর মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়ানো প্রতিবাদী শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম। এক পর্যায়ে সারজিস আলমের সাথে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য শাহরিয়ার হাসনাত তপু ও মাশরাফি সরকার ছাত্রদের উপর হামলা চালায়। এসময় সাধারণ জনগণ ছাত্রদের পাশে দাঁড়ালে তারা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরবর্তীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘টোকাই’ সম্বোধন করে ফেসবুক পোস্ট দেয়ায় শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে ফুঁসছে।
এই বাকবিতন্ডা ও হামলার পূর্বে সারজিস আলম ছাত্রলীগ-যুবলীগের সাবেক কিছু ক্যাডারসহ কিছু অনুগতদের নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় বৈঠকে করেন। সেই বৈঠকে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাবেক ছাত্রলীগ কর্মী ও ছাত্রলীগের সভাপতি সাদ্দামের একান্ত আস্থাভাজন হিসেবে পরিচিত সারজিসের এধরণের ছাত্রলীগ ও যুবলীগ তোষণ এবং তাদেরকে পুনর্বাসন করর নিজের সিন্ডিকেট শক্তিশালী করার অপকৌশলে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
Leave a Reply