নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের একটি পুলিশ তল্লাশি চৌকিতে প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ডোপ টেস্টের মাধ্যমে যাচাই করা হয়, গাড়ি চালানোর সময় আসামিরা মদ্যপ ছিলেন কিনা। পরীক্ষায় দুজনের মাদক গ্রহণের প্রমাণ পাওয়া গেছে। এরপর তাদের আদালতে উপস্থাপন করা হয়, যেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান জানিয়েছেন, পরীক্ষায় দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি নিশ্চিত হয়েছে এবং এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের রোববার পুনরায় আদালতে হাজির করা হবে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম জানিয়েছেন, আসামিরা মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বুয়েট শিক্ষার্থী মুহতাসিম ঘটনাস্থলেই মারা যান এবং তার দুই সহপাঠী গুরুতর আহত হন। এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার প্রধান দাবি করেন, দুর্ঘটনার কারণ ব্রেক ফেল। পুলিশ এ ঘটনায় আসামিদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে। রোববার শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে আছেন প্রাইভেটকারের চালক মুবিন আল মামুন (২০), যিনি মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে। অপর দুজন হলেন মিরপুর পীরেরবাগের রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) এবং উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী (১৯)। তিনজনই শিক্ষার্থী।
ঘটনাটি বৃহস্পতিবার রাত ৩টার দিকে ৩০০ ফিট নীলা মার্কেট এলাকায় ঘটে। মুহতাসিম তার দুই বন্ধু মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহাকে নিয়ে খাওয়া-দাওয়া শেষে ফিরছিলেন। পুলিশের তল্লাশি চৌকিতে দাঁড়ানো তাদের মোটরসাইকেলে বেপরোয়া গতির প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম নিহত হন এবং তার দুই সহপাঠী গুরুতর আহত হন। আহতরা বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ তল্লাশি চৌকিতে প্রাইভেটকার থেকে মদের খালি বোতল এবং একটি বিয়ার ক্যান উদ্ধার করেছে। ঘটনার পরপরই গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয় এবং গাড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। নিহত মুহতাসিম বুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
Leave a Reply